
জামাতে হোক কিংবা একাই নামাজ পড়ার সময় হঠাৎ সেলফোন বেজে উঠলে সেটির শব্দ বিকটই মনে হয়।
এতে যেমন নামাজে বিঘ্ন ঘটে, তেমনি লজ্জা পেতে হয়। একই সঙ্গে অন্যরাও বিরক্ত হয়। যারা নামাজের সময় ফোন সাইলেন্ট বা বন্ধ করতে ভুলে যান তাদের জন্য
সহজ সমাধানও রয়েছে। অ্যাপ্লিকেশনের এ যুগে এটা এখন কোনো ব্যাপার না। এটি অ্যাপ ডাউনলোড করা থাকলে নামাজের সময় ফোনটি স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট হয়ে যাবে। এমনই দারুণ একটি আপপ্লিকেশন হলো ‘অটো সাইলেন্ট প্রেয়ার টাইম’। রমজানে এটি কাজে দেবে বেশ।
আসুন দেখে নেয়া যাক অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো:
১। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট হয়ে যাবে জরুরি সময়ে।
২। চাইলে এক ক্লিকে সাইলেন্ট থেকে আগের মুডে ফিরে যেতে পারবেন ব্যবহারকারীরা।
৩। অ্যাপটিতে নামাজের সময়সূচী দেওয়া আছে।
৪। এটি সাইকেল চালানো ও দৌড়ানোর হিসাবও জানাবে। অ্যাপ ব্যবহারকারীরা এ হিসাব পরিবর্তন করে সংরক্ষণও করতে পারবেন।
৫। ফোনটি সাইলেন্ট থাকার সময়ে গুরুত্বপূর্ন কোনো কল আসলে সেগুলো অ্যাপটি জানিয়ে দিবে
৬। অ্যাপটি ব্যবহার করে ব্যবহারকারীরা চাইলে সময় নির্ধারণ করে দিতে পারবেন। ফলে নির্দিষ্টসময় পরে এটি সাইলেন্ট হয়ে যাবে।
৭। এটি অফলাইনে কাজ করবে। ফলে একবার ডাউনলোড করার পর আর ইন্টারনেটের প্রয়োজন হবে না। চমৎকার এ অ্যাপ্লিকেশন বিনামূল্যে এঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
Apps name: Auto Silence at Prayer’s
Time
এপসটি পেতে Playstore এ Auto Silence at Prayer’s Time লিখে সার্চ দিন।
অথবা এখান থেকে ডাউনলোড করুন
Downlod Link:
Download here
সফটওয়্যারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন MyBD24.Com এর সাথে থাকুন।ধন্যবাদ ।
4 months ago (August 3, 2019)
|
126 Views
|