
হ্যালো বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন।
আজ আমি দেখাবো কিভাবে আপনি গ্রাফিক্স ডিজাইনের জন্য ফ্রিতে মুক আপ ডাউনলোড করবেন।
আসলে মুক আপ কি?এটার কাজ কি?
-মুক আপ হলো এমন একটা জিনিস যেটা আপনার যেকোনো আর্টকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলে।
এক কথায় মুকআপ হলো একটা কভার,যা আপনাকে থ্রিডি ভিউ,ব্যাক ও ফ্রন্ট পার্ট সম্পর্কে ধারণা দিবে।
আমরা কেনো মুকআপ ব্যবহার করবো?
-এজন্য যে আমরা যখন কোনো কিছু ডিজাইন করি,যেমন ধরুন আপনার একজন ক্লাইন্ট আপনাকে বিজনেস কার্ড বানানোর জন্য হায়ার করছে।।আপনি কার্ডটি বানালেন কিন্তু কার্ডটা প্রিন্টের পর কিরকম হবে সেটা ডিজাইনে দেখানো সম্ভব না।
আর এজন্য মুকআপ এর প্রোয়োজন।
মুকআপ এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ক্লাইন্টকে প্রিন্টের পর বিজনেস কার্ড কিরকম হবে সেবিষয়ে পিউর একটা ধারণা দিতে পারবেন।
ধুর আমি শুধু শুধু বকবক করছি।আপনারা তো এটা নিশ্চয় জানেন।
আপনি যেকোনো ধরনের মুকআপ ডাউনলোড করতে এই লিংকে যান
Click Here
তারপর আপনি Free Downloads এ ক্লিক করুন।
তারপর Mockups এ ক্লিক করুন

তারপর দেখুন সকল মুকআপের লিস্ট চলে এসেছে।

এখুন আপনি যে ক্যাটাগরির মুকআপ ডাউনলোড করতে চান সেই ক্যাটাগরিতে ক্লিক করুন।
এবং আপনার পছন্দ অনুযায়ি মুকাপ ডাউনলোড করুন।
ধন্যবাদ সকলকে।
3 months ago (September 17, 2019)
|
64 Views
|