Home ›› খেলাধুলা ›› করোনা আক্রান্ত রিয়ালের মারিয়ানো

করোনা আক্রান্ত রিয়ালের মারিয়ানো

চ্যাম্পিয়ন হয়ে মাত্র স্প্যানিশ লা লিগা শেষ করলো রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা জয় করে উৎসবের রেষ এখনও কাটেনি রিয়াল মাদ্রিদের। এরইমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতির সময় এসে গেছে। এমন আনন্দের মুহূর্তে খারাপ খবর শুনতে হচ্ছে জিদানের দলকে। রিয়ালের স্ট্রাইকার মারিয়ানো দিয়াজের করোনা পজিটিভ।

মঙ্গলবার (২৮ জুলাই) এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ২৬ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার শারীরিকভাবে সুস্থ আছেন। বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।

১৯ জুলাই শেষ লিগ ম্যাচে লেগানেসের বিপক্ষে রিয়ালের স্কোয়াডে ছিলেন মারিয়ানো। তবে মাঠে নামা হয়নি তার। মারিয়ানো এ বছর রিয়ালের হয়ে মোট সাত ম্যাচ খেলেছেন। মার্চে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে ২-০ গোলে জেতা ম্যাচটায় গোল করেছিলেন তিনি। যা রিয়ালের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে। সব মিলে রিয়ালের হয়ে ৪০ ম্যাচে ১০ গোল মারিয়ানোর।

বেশিরভাগ ম্যাচই তিনি খেলেছেন বদলি হিসেবে। শিরোপা জয়ের পর ছুটিতে ছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। ছুটি শেষে চ্যাম্পিয়নস লিগের শীর্ষ ষোলোর প্রস্তুতি নেওয়ার জন্য অনুশীলনে ফিরেছেন তাঁরা। এর মাঝেই হঠাৎ এক সদস্যের করোনা আক্রান্তের খবর আসে।

 

1 week ago (July 29, 2020) 11 Views
Report

About Author (780)

Administrator

Leave a Reply

You must be Logged in to post comment.

Related Posts


Contact Admin At Facebook